Breaking News
Loading...
Sunday, April 10, 2011

রুশ তারকা মাশা ইলিকিনার মুসলমান হয়ে ওঠা

12:15 PM
রাশিয়া ও রুশ ভাষাভাষী অঞ্চলগুলোর সবচেয়ে খ্যাতিমান তারকা সুন্দরী মাশা ইলিকিনা। দু’বছর আগে রাশিয়ার আকাশে চমক সৃষ্টি করে এ শিল্পী ও মডেল কন্যার উদয়। তার নাম ও যশ-খ্যাতি ছড়িয়ে পড়ে বিদ্যুৎ গতিতে। ‘ফ্যাব্রিক মিউজিক দল’ তাকে ঘিরে মেতে ওঠে ও রুশ ভাষাভাষীদের মাতিয়ে ভাসিয়ে নিয়ে যায় সুরের মূর্ছনায়। মাশার অপরূপ সৌন্দর্য, জাদুকণ্ঠ ও অপরিসীম নাচ আবাল-বৃদ্ধ-বনিতাকে মন্ত্রমুগ্ধ করে ফেলে অতি অল্প সময়ে।
কিন্তু হায়! দপ করে যার জ্বলে ওঠা খপ করেই সে নিভে গেল আকাশ সংস্কৃতির রঙ মহলা থেকে। ‘মাশা’ আসমানভরা খ্যাতি আর জমিনভরা জনপ্রিয়তার অনন্য জগৎ থেকে হঠাৎ হারিয়ে গেলেন। এর কারণ তার ভাগ্য তারকার বিপর্যয়ও নয়, আবার অপরূপ সৌন্দর্য হারিয়ে ফেলার মতো কিছুতেও নয়, কিংবা জাদুকরী কণ্ঠ সুর নষ্ট হয়ে যাওয়ার কোন আচানক ঘটনাও নয়। বরং মাশা এখন একজন গভীর বিশ্বাসী মুসলমান। তার বাহ্যিক জাগতিক রূপের ওপর এখন পবিত্রতা ও ঈমানের বেহেশতি পোশাক বাহারি স্নিগ্ধতা ও নির্মলতা ছড়াচ্ছে। বিশ্বসেরা শিল্পী, গায়ক ও নায়ক যারা ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলামী পোশাকের পবিত্রতায় আলোকিত হয়েছেন তাদের সঙ্গে মাশার একটি বিরাট পার্থক্য এই যে, মাশা এমন সময় আল্লাহর নুরানি জগতে অবগাহনে নামলেন যখন তিনি সবেমাত্র খ্যাতির শীর্ষে উঠেছেন, তারুণ্যকে সবেমাত্র বিদায় দিয়ে যৌবনে পা রেখেছেন এবং সহস্র দিক থেকে জাগতিক প্রলোভন আকর্ষণ ও আহ্বান তার দিকে ধেয়ে আসছে। অথচ তিনি এতসব কিছুর প্রবলতম আকর্ষণকে ছুড়ে ফেলে দিয়ে ইসলাম, হেজাব ও পবিত্রতাকে আঁকড়ে ধরলেন। সারা দুনিয়া যখন তার সুরের ঝংকার ও পদ স্পন্দনের কাছে আত্মসমর্পণ করেছে তখনই তিনি নিজেকে সঁপে দিলেন পরম প্রিয়তম মাবুদ মাওলার দীন ও সুন্নতের কাছে। মুসলমান হওয়াকে তিনি বললেন, ‘আল্লাহর অপার দয়া’। মাশা জানালেন, ইসলাম গ্রহণ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মাশার মতে, আল্লাহর ইবাদতের প্রতি আকর্ষণ প্রতিটি মানুষের অন্তরেই নিহিত রয়েছে। যদি কেউ চায় ইসলামের দিকে আসতে তাহলে শুধু প্রয়োজন চিন্তা করা এবং নিজের ফিতরাতের সাহায্য নেয়া। মাশা বলেন, যদি কেউ আল্লাহ সম্পর্কে ভাবনা-চিন্তা করতে অপারগ হয় তবে তার উচিত অন্ততপক্ষে তার ‘আমিত্ব’ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা, অপবিত্রতা ও নোংরামি আচরণ এবং স্বভাবের লাগাম টেনে ধরা ও নিজ প্রবৃত্তির কামনা-বাসনা, অহমিকা, জুলুম-অত্যাচার, মিথ্যা, আত্মপ্রসাদ ও আত্মপ্রচারের মতো বদ অভ্যাসগুলো দমন করা। উচ্চশিক্ষিত মাশা পাঁচটি ইউরোপীয় ভাষায় অভিজ্ঞ। তিনি তথ্যপ্রযুক্তির যুগে আধুনিক মানুষের অজ্ঞতার প্রতি ইঙ্গিত করে বলেন, আমি আশা করি এখনও যারা দীন ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেনি তারা মুহূর্তের জন্য হলেও নিজ সত্তার দিকে প্রত্যাবর্তন করবে এবং মিথ্যা ও বেহুদা চমকের যাবতীয় সংবাদ ও তথ্যের পাহাড় যা এ যুগের মানুষের চোখ-কানে তালা লাগিয়েছে তা থেকে মুক্ত হয়ে কিছুটা হলেও ভাবনায় বসবে। অন্যান্য ধর্মের তুলনায় ইসলামের প্রতি আকর্ষণ অধিকতর হওয়ার কারণ কি এবং ইসলাম গ্রহণকারীদের ভেতর শিল্পী ও গায়ক-গায়িকারা কেন সবচেয়ে বেশি- প্রশ্নের উত্তরে মাশা ইলিনিকা বলেন, এর কারণ হচ্ছে ইসলাম অন্যান্য ধর্মের চেয়ে অত্যন্ত মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। ইসলামের সব নীতিমালা ও রীতিনীতি জীবনের সবকিছুতেই কার্যকর এবং ইসলামের পথ সৌভাগ্য এনে দেয়। তিনি আরও বলেন, আজ আমার এ সুযোগ এসেছে তুলনা করার যে, অতীতে আমি কি ছিলাম ও এখন কি হয়েছি। আমি এখন বাস্তব সত্য জীবনের সঙ্গে পরিচিত হয়েছি। তাই আমি সুখী ও সৌভাগ্যবান। অতীতের নায়িকা, গায়িকা ও নৃত্যশিল্পী মাশা এখন হিজাব পরে স্কুলগুলোতে শিক্ষকতা করেন। তিনি বলেন, আগের মিথ্যা প্রচারসর্বস্ব জীবনের চমকগুলোকে আমি ঘৃণা করি। তিনি আশা করেন, মানুষ তার অতীতের বাজে ছবিগুলো যা ইন্টারনেটে প্রচারিত হয়েছে তা থেকে শিক্ষা নেবে এবং আল্লাহর পথে ফিরে আসার জন্য তওবা করার চিন্তা করবে এবং নতুন মানুষ হিসেবে জন্মলাভ করবে।

**************************
অ ধ্যা প ক মু হা ম্ম দ ফ রি দ উ দ্দি ন খা ন
সূত্রঃ ইন্টারনেট
যুগান্তর, ৪ জুলাই, ২০০৮

0 comments:

Post a Comment

 
Toggle Footer