ইচ্ছা করলে আপনি আপনার পেনড্রাইভকে র্যাম হিসাবে ব্যবহার করতে পারেন।এতে আপনার কম্পিউটারের কর্মক্ষমতা কিছুটা বৃদ্ধি পাবে।এজন্য আপনার লাগবে নুন্যতম ২ গিগাবাইট পেনড্রাইভ, তবে ৪ গিগাবাইট হলে ভাল হয়।
২।এখন My Computer এ ডান ক্লিক করে properties এ যান।
৩।এখন Advanced/Perfomance/Settings/Advanced/Change অপশনে যান।(for xp)
Advanced system settings/Advanced/ Perfomance/Settings/Advanced/Change অপশনে যান।(for win 7)
৪।এখন Drive(volume lavel) অপশনের মেনু থেকে পেনড্রাইভ নির্বাচন করুন।
৫।এর পর Custom size option নির্বাচন করে Initial size এবং Maximum size বাক্সে আপনি পেনড্রাইভের যতটুক জায়গা র্যাম হিসাবে ব্যবহার করতে চান তার সংখ্যা লিখতে হবে।
মনে রাখবেন, আপনি যে সাইজ লিখুন না কেন তা যেন আপনার পেনড্রাইভের মেমরি থেকে প্রায় ১০ মেগা কম হয়।
৬।এরপর Apply/OK দিয়ে কম্পিউটার রিস্টার্ট করুন।এবার আপনার পেনড্রাইভ র্যাম হিসাবে কাজ করবে।
chaliye jan...........
ReplyDeletechorom
ReplyDeleteparci na vai..option gulo e ashe na.
ReplyDeleteClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.