Breaking News
Loading...
Saturday, April 30, 2011

সারাজীবনের জন্য উইন্ডোজ ৭/ভিস্তা এক্টিভেট করুন!!!

3:02 PM

উইন্ডোজ ৭ ব্যবহার করতে হলে সেটাকে অ্যাক্টিভেট করতে হয়। যেহেতু আমরা অরিজিনাল উইন্ডোজ ব্যবহার করতে পারিনা সেহেতু ব্যবহার করতে হয় পাইরেটেড। আজকাল বাজারে পাইরেটেড উইন্ডোজ ৭ এর ডিভিডি অহরহ পাওয়া যায়। সেগুলোর অনেকগুলোই হচ্ছে প্রি-ক্র্যাকড। অর্থাৎ এসব ভার্সন ইন্সটল করতে কোন রকম সিডি-কি প্রয়োজন হয়না। অটোমেটিক ইন্সটল এবং অ্যাক্টিভেটেড অবস্থায় উইন্ডোজ রান করে। কিন্তু যারা যারা অ্যাক্টিভেশন নিয়ে প্রব্লেমে আছেন তাদের জন্য একটি সহজ উইন্ডোজ এক্টিভেশন সিস্টেম নিয়েই এই পোস্ট।



অ্যাক্টিভেশনের ধাপসমূহ:


  • প্রথমেই আপনার উইন্ডোজের অ্যাক্টিভেশন স্ট্যাটাস চেক করে নিন

Go to : Control Panel>System


যদি আপনার উইন্ডোজ এখনও অ্যাক্টিভেটেড না হয়ে থাকে তবে নিচের মত উইন্ডো পাবেন:





এখান থেকে আপনার উইন্ডোজের অ্যাক্টিভেশন স্ট্যাটাস দেখতে পাবেন। আপনার হাতে অ্যাক্টিভেশনের জন্য আর কতদিন সময় বাকি আছে সে সম্পর্কেও তথ্য পাবেন।

  • ডাউনলোড শেষ হলে windows 7 ফোল্ডারে প্রবেশ করুন। এরপর crack ফোল্ডারে প্রবেশ করুন।
  • এরপর ভেতরে নিচের মত ফাইল এবং ফোল্ডার দেখতে পাবেন। সেখান থেকে Windows 7 Loader ফাইলটাতে ডাবল ক্লিক করুন।



এরপর এরকম একটা উইন্ডো আসবে:




এখান থেকে জাস্ট install বাটনে চাপ দিন।

  •   কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর সিস্টেম রিস্টার্টের একটা ম্যাসেজ আসবে। সেখানে থেকে ওকে করুন। তাহলে সিস্টেম রিস্টার্ট হবে আপনা থেকেই।

  •   এরপর পুনরায় এক নম্বর ধাপের মত করে কন্ট্রোল প্যানেল থেকে সিস্টেমে যান এবং পুনরায় অ্যাক্টিভেশন স্ট্যাটাস চেক করুন।

  •   এবার অ্যাক্টিভেট হলে নিচের মত উইন্ডো পাবেন:



  • এনজয় করুন অ্যাক্টিভেটেড উইন্ডোজ সারা জীবনের জন্য!!!!

2 comments:

 
Toggle Footer