Breaking News
Loading...
Saturday, April 9, 2011

গানের ট্যাগ পরিবর্তন.........

2:11 PM
আমরা যে গান শুনি (mp3/wma) সেসব গানে কথা, টাইটেল, আর্টিষ্ট, এলবাম, বছর, কপিরাইট বা ওয়েবসাইট ইত্যাদি থাকে যা গান চলার সময়ে প্লেয়ারে প্রদর্শিত হতে দেখা যায়। মিউজিক ট্যাগ এডিটর সফটওয়্যার দ্বারা এসব তথ্য মুছে ফেলা বা পরিবর্তন করা যায়। এজন্য www.assistanttools.com ওয়েবসাইট থেকে মিউজিক ট্যাগ এডিটরের ৩০ দিনের ডেমো ভার্সন ডাউনলোড করে ইনষ্টল করে নিন।
এবার সফটওয়্যারটি ওপেন করুন এবং বাম দিকের Side Panel থেকে গানের ফোল্ডার সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে পপআপ মেনু থেকে Add with Subfolders সিলেক্ট করলে Selection List এ গানগগুলো চলে আসবে (My Computer সিলেক্ট করলে কম্পিউটারের সকল mp3/wma গান আসবে)। এবার Work Panel এর All ট্যাব সিলেক্ট থাকা অবস্থায় Selection List এর সকল গান সিলেক্ট করে নিচের Title, Album, Artist, Composer বা Lyrics ইত্যাদি অংশের টেক্টট পরিবর্তন করুন। এবার ডানের Save বাটনে ক্লিক করুন। ব্যাস হয়ে গেলো ট্যাগ পরিবর্তন করা এখন উইয়াম্প বা জেটঅডিও থেকে গান চালিয়ে দেখুন গানে সাথে নতzন পরিবর্তন করা ট্যাগ দেখা যাচ্ছে।

প্রথম প্রকাশ: http://www.shamokaldarpon.com

0 comments:

Post a Comment

 
Toggle Footer