Breaking News
Loading...
Monday, May 23, 2011

বাড়িয়ে নিন আপনার ব্রাউজারের গতি।

11:00 PM

ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন না এমন লোক খুব কম।

অনেকের মত মজিলা ফায়ারফক্স আমার একটি পছন্দের ব্রাউজার। আমার এই পোস্টটি মুলত ব্রডব্যান্ড ও মজিলা ফায়ারফক্স ব্যবহারকারিদের উদ্দেশ্যে।
অনেকেই হয়ত জেনে থাকতে পারেন অথবা এই ধরনের পোস্ট আগেও হয়ে থাকতে পারে। তবুও এটি যারা জানেন না তাদের জন্য।
এই ট্রিক্স এর মাধ্যমে স্পীড কয়েকগুন বাড়ানো যায়।
মুলত ব্রাউজারের কনফিগারেশন এর পাইপলাইনিং পরিবর্তন করে আমরা স্পীড বাড়াতে পারি।
ব্রাউজার যে কোন ওয়েব পেজ এর রিকোয়েস্ট একবার বানায়।
কিন্তু যদি আমরা পাইপলাইনিং এনাবল করি তবে অনেকগুলো রিকোয়েস্ট বানিয়ে স্প্রীড বাড়িয়ে দেয়।
ধাপসমুহ নিম্নরূপঃ
১। প্রথমে address bar এ "about:config" লিখে enter চাপতে হবে।
২।scroll bar টেনে নিচের entries গুলো চেক করতে হবে।
network.http.pipelining,
network.http.proxy.pipelining,
network.http.pipeling.maxrequests.
৩।entries গুলো চেক করার পর network.http.pipelining,
network.http.proxy.pipelining,এর উপর ডাবল ক্লিক করে true type হিসেবে value সেট করতে হবে।
৪।এরপর network.http.pipeling.maxrequests এ ক্লিক করে value ৩০ করে দিতে হবে।
৫। সর্বশেষ যে কোন জায়গায় right button ক্লিক করে new>integer সিলেক্ট করে "nglayout.initialpaint.delay"
লিখতে হবে এবং তার value ০ সেট করে দিতে হবে।
এরপর পিসি রিস্টার্ট দিন ব্যস বেড়ে গেল আপনার ব্রাউজিং স্প্রীড

মুল সুত্র এখানেঃ

0 comments:

Post a Comment

 
Toggle Footer