Breaking News
Loading...
Saturday, July 23, 2011

বিশ্বের ১০টি বিস্ময়কর ব্রিজ! - পর্ব ৩

10:07 AM

৬। Wind and Rain Bridge (China) : এই ব্রিজটি তৈরি করেছে চায়নার Dong minority. Dong minority হল চায়নার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ৫৬ টি minority গ্রুপের মধ্যে একটি। ব্রিজটির অবস্থান চায়নার Guizhou Province এ যেখানে Dong minority এর সবচেয়ে বেশি সংখ্যক লোক বাস করে।

ব্রিজটির দৈর্ঘ্য ৫০ মিটারেরও বেশি এবং এটি প্রথম ১৮৯৪ সালে নির্মাণ করা হয়। কিন্তু ১৯৫৯ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্রিজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ১৯৬৪ সালে ব্রিজটি নতুনভাবে সংস্কার করা হয়।











৭। Magdeburg Water Bridge : ১৯৯৭ সালে শুরু হওয়া এবং ২০০৩ সালের অক্টোবর মাসে নির্মাণ কাজ শেষ হওয়া এই ব্রিজটি জার্মানীতে অবস্থিত। এটি জার্মানির দুটি প্রধান shipping canal অর্থাৎ Elbe-Havel Canal এবং Midland Canal দুটোকে একত্রিত করেছে।

ব্রিজটি ৯১৮ মিটার লম্বা এবং ৩৪ মিটার চওড়া। ব্রিজটির নির্মাণ ব্যয় ৫০০ মিলিয়ন ইউরো।







৮। Ponte Vecchio : ইতালির ফ্লোরেন্সে অবস্থিত এই ব্রিজটি একটি মধ্যযুগীয় ব্রিজ যা Arno নদীর ওপর তৈরি করা হয়েছে। এই ব্রিজটির পাশেই যে দুটো ব্রিজ আছে সেগুলো হল Ponte Santa Trinità এবং Ponte alle Grazie.

ব্রিজটি প্রথমে কাঠ দিয়ে তৈরি করা হলেও ১৩৩৩ সালে এটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। বার বছর পরে এটিকে পাথর দিয়ে পুনরায় তৈরি করা হয়।

ব্রিজটি ইতালির প্রধান এবং জনপ্রিয় টুরিস্ট স্পটগুলোর মধ্যে একটি এবং এটির প্রধান একটি বৈশিষ্ট্য হল এটিকে ঘিরে গড়ে ওঠা অসংখ্য দোকানের সারি। যদিও প্রথমদিকে কেবল কসাইরা এখানে স্থান করে নিয়েছিল কিন্তু এখন এখানে মূলত বসবাস জুয়েলারী, চিত্রকর্ম এবং স্যুভনির বিক্রেতাদের।













পোস্টটি এখান থেকে কপি করা

0 comments:

Post a Comment

 
Toggle Footer