Breaking News
Loading...
Saturday, July 23, 2011

বিশ্বের ১০ টি বিস্ময়কর ব্রিজ (পর্ব - ২)

10:03 AM

৪। Hangzhou Bay ব্রিজ: ইস্টার্ণ চায়নায় অবস্থিত এই ব্রিজটি একটি হাইওয়ে ব্রিজ। মূলত এটি Zhejiang প্রদেশের Jiaxing এবং Ningbo এই দুটো মিউনিসিপ্যালিটিকে যুক্ত করেছে। এটি বিশ্বের সর্বাপেক্ষা বড় trans-oceanic ব্রিজ যার দৈর্ঘ্য হল ৩৫.৬৭৩ কিলোমিটার (২২ মাইল)!!!







ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ৮ জুন, ২০০৩ সালে। ১৪ জুন, ২০০৭ সালে কাজ সমাপ্ত হয়েছিল এবং ২৬ জুন, ২০০৭ সালে মিডিয়া ফ্যানদের জন্য একটি উদ্বোধনী অনুষ্ঠানও আয়োজিত হয়েছিল। কিন্তু ব্রিজটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ১ মে, ২০০৮ সাল থেকে। ব্রিজটি Ningbo এবং Shanghai শহরের মধ্যকার যাত্রাপথের দূরত্ব ৪০০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটারে নামিয়ে এনেছে। তাছাড়া এই দুই শহরের মধ্যকার যাত্রা সময় ছিল ৪ ঘন্টা যা ব্রিজটি তৈরি হবার পর ২.৫ ঘন্টায় নেমে এসেছে।





ব্রিজটিতে সর্বোচ্চ গতিসীমা হল ১০০ কিলোমিটার/ঘন্টা (৬২ মাইল/ঘন্টা) এবং এটিকে ১০০ বছরের উপযোগী করে তৈরি করা হয়েছে।







----------------------------------------------------------------------------------



৫। Millau Viaduct ব্রিজ: ফ্রান্সের Millau তে অবস্থিত এই ব্রিজটি বৃহদাকার cable-stayed রোড ব্রিজ যা Tarn নদীর পুরো উপত্যকা জুড়ে আছে। Michel Virlogeux এবং Norman Foster এই ব্রিজের ডিজাইন করেছেন। যানবাহন চলাচলের জন্য যত ব্রিজ আছে তন্মধ্যে এই ব্রিজটি সর্বাপেক্ষা উঁচু। এর একটি শীর্ষ ১১২৫ ফুট উঁচু ( যা আইফেল টাওয়ারের চেয়ে একটু উঁচু এবং Empire State Building অপেক্ষা মাত্র ৩৮ মিটার নীচু!!!!)। সুতরাং বুঝতেই পারছেন এর উচ্চতা।





তিন বছর সময়কাল ধরে তৈরি করা ব্রিজটি ১৫ ডিসেম্বর, ২০০৪ সালে উদ্বোধন করা হয় এবং তার দুদিন পরেই পাবলিকের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। বলা হয়ে থাকে যে, এই ব্রিজ দিয়ে চলাচল করা আর আকাশে ওড়ার অভিজ্ঞতা অর্জন করা প্রায় একই ব্যাপার!!!!!!






ব্রিজটির মোট রোড দৈর্ঘ্য হল ২৪৬০ মিটার। এটি নির্মানে ব্যয় হয়েছিল ৪১৪ মিলিয়ন ইউরো!!! ব্রিজটির লাইফটাইম ১২০ বছর।

 

পোস্টটি এখান থেকে কপি  করা

0 comments:

Post a Comment

 
Toggle Footer