Breaking News
Loading...
Saturday, July 23, 2011

বিশ্বের ১০ টি বিস্ময়কর ব্রিজ (প্রথম পর্ব)

9:58 AM



এই পোস্টে পৃথিবীতে তৈরি ১০ টি অত্যাশ্চর্য সুন্দর, দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় ব্রিজ এর পরিচিতি তুলে ধরার চেষ্টা করলাম। এটা প্রথম পর্ব যেখানে তিনটি ব্রিজ সম্পর্কে তথ্য দেয়া হল। বাকিগুলো অন্যান্য পর্বে ধারাবাহিকভাবে দেয়া হবে।


১।
Banpo Bridge:

Banpo Bridge দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত। এটি Han নদীর ওপর তৈরি করা হয়েছে। Seocho এবং Yongsan এই দুটো জেলাকে ব্রিজটি সংযুক্ত করেছে।


এই ব্রিজটির মজার ব্যাপার হল এটি অন্য একটি ব্রিজের ওপর অবস্থিত যার নাম হল Jamsu Bridge. এভাবে এ ব্রিজদ্বয় আসলে একটি "ডাবল ডেক" ব্রিজ হিসেবে কাজ করে। Jamsu Bridge এর বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণরুপে পানির নিচে ডুবে যেতে পারে যখন water level বেড়ে যায়।


Banpo Bridge টি যদিও ২৭ বছর পূর্বে (১৯৮২ সালে) নির্মাণ করা হয়েছিল, এটি একটি দৈত্যাকার রংধনুর ঝর্ণায় পরিণত হয়েছে ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে যখন এই ব্রিজের উভয় পার্শ্বে ১০,০০০ LED nozzle স্থাপন করা হয়েছে!‍!! এই nozzle গুলো প্রতি মিনিটে ১৯০ টন পানি নির্গমন করতে পারে যা ব্রিজটিকে একটি প্রকৃত রংধনুর ঝর্ণার মত চেহারা দেয়!!! পানি Han নদী থেকেই সরাসরি পাম্প করে উত্তোলন করা হয় এবং প্রতিনিয়ত রিসাইকেল করা হয়। এ ধরনের প্রজেক্ট সারা বিশ্বে এটাই প্রথম।























----------------------------------------------------------------------------------


২। Oliveira Bridge:


ব্রিজটির পুরো নাম Octavio Frias de Oliveira bridge. ব্রাজিলের São Paulo তে অবস্থিত এই ব্রিজটি একটি Cable-stayed ব্রিজ। Cable-stayed বলতে বুঝায় এমন ব্রিজ যেটি একাধিক কলাম দ্বারা তৈরি হয় কিন্তু ব্রিজের ডেক সাপোর্ট দেয়া হয় ক্যাবল দ্বারা। ব্রিজটির অবস্থান Pinheiros নদীর ওপর এবং এটি উদ্বোধন করা হয় ২০০৮ সালের মে মাসে। ব্রিজটি ৪৫০ ফুট (১৩৮ মিটার) লম্বা।


ব্রিজটির আকর্ষণীয় বিষয় হচ্ছে এর শেপ বা আকৃতি যা ইংরেজি অক্ষর "X" এর মত!!! এই ব্রিজটি বিশ্বের একমাত্র ব্রিজ যার দুটি বাঁকা ট্র্যাক আছে এবং উভয় ট্র্যাকই একটি single concrete mast দ্বারা সাপোর্টেড।


প্রতি ডিসেম্বর মাসের শেষের দিকে ক্যাবলগুলো বিভিন্ন রঙে আলোকিত করা হয় যাতে সেখানে ক্রিসমাস ট্রি এর মত একটা এফেক্ট তৈরি হয়। তাছাড়া বছরের অন্যান্য সময়ও বিশেষ বিশেষ উপলক্ষ্যে ব্রিজটি আলোকিত করা হয়। টেলিভিশনে বিভিন্ন অটোমোবাইল অ্যাডের জন্য ব্রিজটি হরহামেশাই ব্যবহৃত হয়।































----------------------------------------------------------------------------------

৩। Henderson Waves:

এই ব্রিজটি একটি পথচারী পারাপার ব্রিজ। সিঙ্গাপুরে অবস্থিত এই ব্রিজটির দৈর্ঘ্য ২৭৪ মিটার (৯০০ ফুট)। Henderson রোডের ১৩৬ মিটার ওপরে অবস্থিত এই ব্রিজটি সিঙ্গাপুরের সবচেয়ে বড় পথচারী পারাপার ব্রিজ।


এটি Mount Faber Park এবং Telok Blangah Hill Park এই দুটো পার্ককে যুক্ত করেছে। এই ব্রিজটির ডিজাইন করেছে IJP Corporation, London, and RSP Architects Planners এবং Engineers (PTE) ltd Singapore.


ব্রিজটিতে একটি wave-form আছে যা সাতটি undulating curved steel ribs দ্বারা তৈরি করা হয়েছে। এই wave-form টি LED lamp দ্বারা প্রতিদিন রাতে 7 pm থেকে 2 am পর্যন্ত আলোকিত রাখা হয়।





















এখান থেকে কপি করা

0 comments:

Post a Comment

 
Toggle Footer