Breaking News
Loading...
Wednesday, September 11, 2013

কিভাবে IDM এর মাধ্যমে broken ফাইল পুনরায় ডাউনলোড করবেন।

4:18 PM
IDM হচ্ছে সবচেয়ে জনপ্রিও ডাউনলোড ম্যানেজার সারা বিশ্বের মধ্যে। কারন IDM এ আছে অর্ধ ডাউনলোডকৃত ফাইল রিজিউম এর ব্যবস্থা। কিন্তু কিছু ওয়েবসাইট ফাইল রিজিউম সুবিধা দেয় না।আবার কিছু ফাইল ডাউনলোড করতে বেশি সময় নিলেও ফাইল ডাউনলোড হতে চায় না। এই সমস্যার সমাধান পেতে নিচের ধাপগুলো অনুসরন করুন।
এখন, আমি এই অবস্থা থেকে ফাইল পুনরায় কিভাবে রিজিউম করতে হয় তা আপনাকে দেখাব:
স্টেপ ১: পূর্ববর্তী ছবিতে দেখানো OK বাটনে ক্লিক করুন. তারপর একটি নতুন ওয়েব পৃষ্ঠা আপনার ডিফল্ট ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে খুলবে. আপনি এই মত একটি উইন্ডো দেখতে পাবেন.
How To Resume A Broken/Expired Downloaded File in IDM
স্টেপ ২: এগিয়ে যাওয়ার জন্য Stop waiting বাটনে ক্লিক করুন. এখন আপনি দেখতে পাবেন, ফাইল এর ডাউনলোড পৃষ্ঠাটি খুলছে. ডাউনলোড লিঙ্কে ক্লিক করে আবার ডাউনলোড শুরু করুন।
How To Resume A Broken/Expired Downloaded File in IDM
স্টেপ ৩: এখন একটি ডাউনলোড উইন্ডো ওপেন হবে। উইন্ডোর Url বক্স থেকে Url টি কপি করুন।
How To Resume A Broken/Expired Downloaded File in IDM
স্টেপ ৪:এখন IDM এর মেইন উইন্ডোটি খুলুন এবং  properties জানার জন্য অসম্পুর্ন ফাইলটির উপর ডাবল ক্লিক করুন
How To Resume A Broken/Expired Downloaded File in IDM
স্টেপ ৫: properties উইন্ডোটি নিচের মত দেখাবে।ADDRESS box থেকে  URL টি মার্ক করে ডিলেট করুন, তারপর স্টেপ ৩ এর URL পেষ্ট করুন। এরপর OK চাপুন।
How To Resume A Broken/Expired Downloaded File in IDM
স্টেপ ৬: এখন আপনি IDM এর প্রধান উইন্ডো থেকে ফাইলটি পুনরায় চালু করুন।
How To Resume A Broken/Expired Downloaded File in IDM
স্টেপ ৭: এখন আপনি দেখতে পাবেন আপনার কাঙ্খিত ফাইলটি যতটুকু হয়েছিল সেখান থেকেই চালু হচ্ছে।
How To Resume A Broken/Expired Downloaded File in IDM
পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পোষ্টের কোন অংশ না বুঝলে comment করতে ভুলবেন না।
Next
This is the most recent post.
Older Post

0 comments:

Post a Comment

 
Toggle Footer