Breaking News
Loading...
Wednesday, June 29, 2011

পিসিকে বানিয়ে ফেলুন ফেইস ডিটেক্টর

11:20 PM


সাধারানত দামী ব্র্যান্ডের ল্যাপটপে ফেইস ডিটেকশন বা ফিঙ্গার ডিটেকশন সিস্টেম থাকলেও ডেক্সটপে  সিস্টেমটি চালু করা যেমন কষ্টসাধ্য তেমনি ব্যয়বহুলও। তবে খুব সহজেই যেকোন পিসিতেই ফেইস ডিটেকশন সিস্টেমটি চালু করা সম্ভব। এ জন্য আপনার প্রয়োজন হবে ওয়েবক্যাম যুক্ত পিসি/ল্যাপটপ আর লুক্সান্ড নামের সফটওয়্যার। এক্ষেত্রে প্রথমে দেকতে হবে পিসিতে password protection অন করা আছে কিনা। যদি না থাকে তাহলে control panel/user account  password protect  করে নিন।
এরপর www.ziddu.com/download/15150850/LuxandBlinkProve2.3.zip.html  থেকে বিনামুল্যে লুক্সান্ড ডাউনলোড করে নিন। এর পর unzip করে Folder টা open করেLuxandBlinkProSetup” এ ডাবল ক্লিক করুন এবং webcam  অপশনটি সিলেক্ট করে apply  দিন। পর পর দুটো নতুন উইন্ডো আসলে next  এ ক্লিক করুন। অতঃপর আরও একটি উইন্ডো আসবে তবে এখানে ওয়েবক্যামের সাহায্যে পিকচার লোডিং শুরু হবে তাই চুপচাপ ওয়েবক্যামের দিকে লক্ষ্য রেখে কিছুক্ষণ অপেক্ষা করুন। সবশেষে your password এর ঘরে আপনার password দিয়ে Enable Face Locking  অপশনটি ok করে Finish এ ক্লিক করুন এবং pc  রিস্টার্ট করুন। পুনরায় পিসি অন করে password এর পরিবর্তে আপনার ফেইস দেখিয়ে লগইন করুন।

0 comments:

Post a Comment

 
Toggle Footer