Breaking News
Loading...
Saturday, May 18, 2013

নিজে নিজেই তৈরি করুন বাংলা সাবটাইটেল !!!

3:20 AM
মুভি বা ভিডিও দেখার সময় স্কিনের নিচ দিয়ে যে লেখা দেখা যায় তাকে সাবটাইটেল বলে। বিভিন্ন সাইট থেকে .srt ফাইল নামিয়ে মুভির সাথে চালু করলেই স্কিনে সাবটাইটেল দৃশ্যমান হয়। সাবটাইটেল অনেক ভাষায় পাওয়া যায়,বাংলা ভাষা ব্যাতিত।তবে আপনি অতি সহজেই সাবটাইটেল তৈরি করতে পারবেন আমাদের প্রিয় বাংলা ভাষায়। আজ আপনাদের জানানোর চেষ্টা করব, কিভাবে সাবটাইটেল বাংলায়  বানানো যায়।
নাটক /চলচ্চিত্রে দেখা যাবে বাংলা সাবটাইটেল, তৈরি করুন নিজেই

সাবটাইটেলের ফাইল ফর্ম্যাট পরিচিতি:
সাবটাইটেল ফাইলগুলোর এক্সটেনশন হলো SRT (*.srt)। ফাইলের নাম যা ইচ্ছা হতে পারে, ভিডিও প্লেয়ারে ভিডিওটি চালু করে এসআরটি ফাইলটি লোড করে দিলেই হয়, সময় বুঝে বুঝে সে ভিডিও চলার সাথে সাথে নিচে সাবটাইটেল দেখাতে থাকবে। এই ফাইলগুলোতে শুধু লেখা বা অক্ষর থাকে বলে এগুলোর আকার হয় যথেষ্ট কম, মাত্র কয়েক কিলোবাইট।
সাবটাইটেল ফাইলের কার্যপদ্ধতি:
দেখা যাক একটা সাবটাইটেল ফাইল কিভাবে কাজ করে, উদাহরণস্বরূপ ‘এ গুড ডে টু ডাই হার্ড’ চলচ্চিত্রের এসআরটি ফাইলটাই দেখান হল:
1
00:00:35,735 --> 00:00:37,770
(PROTESTERS SCREAMING)

2
00:00:37,772 --> 00:00:41,173
(MAN SPEAKING RUSSIAN OVER MEGAPHONE)

3
00:00:52,619 --> 00:00:55,854
<i>The authorities in Russia are</i>
<i>bracing themselves today</i>

4
00:00:55,856 --> 00:00:58,157
<i>for mass protests against the trial</i>

5
00:00:58,159 --> 00:01:00,759
<i>of former billionaire Yuri Komarov.</i>

6
00:01:00,761 --> 00:01:01,693
<i>The case against Mr. Komarov</i>

7
00:01:01,695 --> 00:01:04,696
<i>has caused widespread division</i>
<i>amongst the Russian public,</i>

8
00:01:04,698 --> 00:01:09,134
<i>some of whom view his incarceration</i>
<i>as a political maneuver</i>

9
00:01:09,136 --> 00:01:11,303
<i>orchestrated by this man,</i>

10
00:01:11,305 --> 00:01:14,673
<i>defense minister candidate</i>
<i>Viktor Chagarin.</i>

এখানে 1, 2, 3, … এগুলো হলো সাবটাইটেলের সংখ্যা। 00:00:35,735 --> 00:00:37,770 হলো ঘন্টা:মিনিট:সেকেন্ড, মিলিসেকেন্ড থেকে ঘন্টা:মিনিট:সেকেন্ড, মিলিসেকেন্ড পর্যন্ত সময়কাল।অর্থাৎ লেখাটি এই সময়ের ভিতরে পর্দায় দেখা যাবে, সময় শেষ হয়ে গেলেই তা অদৃশ্য হয়ে যাবে। আর এর পরে দিতে হয় প্রদর্শনযোগ্য লেখাটি, যেমন এখানে (PROTESTERS SCREAMING) লেখাটি।
সাবটাইটেল-এ বিভিন্ন ফরম্যাটিং যুক্ত করার জন্য HTML-এর কয়েকটি বহুল পরিচিত ট্যাগ ব্যবহার করা যায় এসআরটি ফাইলে, যেমন: Bold ট্যাগ (<b>Text</b>), Italic ট্যাগ (<i>Text</i>), এবং Underline(<u>Text</u>)। লক্ষ করুন: এখানে 3 নম্বর সাবটাইটেলটি ইটালিক ট্যাগ দিয়ে লেখা, মানে মনিটরে এই লেখাটি বাঁকা করে দেখাবে।
এছাড়াও সাবটাইটেল লেখায়, সাহিত্যিক লেখনীর বিভিন্ন প্রতীকি বিষয় দেখানো যায়, যেমন: একটা শব্দ (sound) হচ্ছে, শব্দটা কোনো ব্যক্তির বক্তব্য নয়, তাই শব্দকে বোঝাতে তৃতীয় বন্ধনীর ভিতরে ইংরেজি বড় ছাদের হরফ দিয়ে লেখা হয় শব্দটার ধরণ, তখন দর্শক বুঝতে পারেন, এটা কিসের শব্দ। উদাহরণস্বরূপ:‘ঘোড়া ডাকছে’ এবং ‘চাপা আওয়াজ’ বোঝাতে যথাক্রমে [HOOVED PATTERING] এবং [HORDED WHINNYING] লেখা হয় তৃতীয় বন্ধনী দিয়ে। এছাড়া, কোনো কথায় জোর দেয়া (emphasis) বোঝাতে বাঁকা করে লেখা, যেমন: I insist, I did not do this. (আমি জোরেশোরে বলছি, আমি এটা করি নাই)। এছাড়া ‘কথাগুলো মনে মনে বলছে’ বোঝাতে বাঁকা করে লেখা। আবার কোনো কথা চিৎকার করে জোর গলায় বলা হচ্ছে বোঝাতে সবগুলো হরফ ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয়, যেমন: I say DO IT NOW. (আমি বলছি, [চিৎকার করে] এক্ষুণি করো)। এছাড়া এন্টার (Enter, Return) চেপে নিচের লাইনে চলে আসার মাধ্যমে লেখাকেও একাধিক লাইনে লেখা যায়।
সাবটাইটেল ফাইল তৈরি করার পদ্ধতি:
ইংরেজি সাবটাইটেল নিয়ে এতক্ষণ আলোচনা করার অর্থ হলো, সাবটাইটেলের ভিতরকার নাড়িনক্ষত্রগুলো বুঝিয়ে দেয়া। এবারে আমরা জানবো, কিভাবে সাবটাইটেল তৈরি করা যায়। খুব সহজেই, আপনার কম্পিউটারের Notepad দিয়েই আপনি সাবটাইটেল তৈরি করতে পারেন।
  • প্রথম ধাপ: প্রথমে একটা নোটপ্যাড খুলুন।(স্কিনের ফাকা জায়গায় মাউসের রাইট বাটন চেপে New থেকে Text document এ যান)।
  • দ্বিতীয় ধাপ: এবারে উপরে দেয়া ফরম্যাট অনুসরণ করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটির কথাগুলো , ভিডিও প্লেয়ারে সময়ের সাথে মিলিয়ে আপনার পছন্দের ভাষায় লিখে ফেলুন।
বিঃদ্রঃ বাংলা ভাষায় সাবটাইটেল লেখার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে,আপনি কাঙ্ক্ষিত ভিডিওটির ইংলিশ সাবটাইটেল ওয়েব থেকে নামিয়ে নিয়ে শুধু ভাষা গুলো বাংলায় এডিট করে দিলেই হবে।আপনি বাংলা লেখার সফটওয়্যার-অভ্র দিয়ে খুব সহজেই লিখতে পারবেন।ডাউনলোড কৃত .srt ফাইলের উপর মাউস পয়েন্টের দিয়ে সিলেক্ট অবস্থায় রাইট ক্লিক করে open wite->Notepad দিলেই ফাইল লেখার উপযোগী হবে।  উদাহরণস্বরূপ:
1
00:01:28,338 --> 00:01:30,261
<i>আজকের দিনটিকে সত্যিৎকার ভাবে</i>
<i>চিহ্নিত করা হল প্রথম ধাপ হিসেবে</i>
2
00:01:30,340 --> 00:01:33,719
<i>এটা একটা দৃষ্টান্ত</i>
<i>প্রযুক্তির উন্নয়ন হিসেবে</i>
3
00:01:34,636 --> 00:01:38,061
আমরা সনাক্ত করতে সক্ষম হয়েছি
যার নাম হল Goldilocks planets.
4
00:01:38,223 --> 00:01:40,851
এই প্ল্যানেটগুলো তাদের সূর্যের মাধ্যমে
তাদের সম্প্রদায়ের সাথেই সব কিছু ভাগ করে
5
00:01:41,018 --> 00:01:42,144
<i>যেমনি ভাবে আমরা আমাদের সাথে করি।</i>
6
00:01:42,227 --> 00:01:45,106
<i>যদি এই প্ল্যানেটরা অনেক দূরে চলে যায়</i>
<i>তাহলে এটা সূর্য, অনেক ঠান্ডা হয়ে যায়।</i> 
                (ব্যাটেলশিপ মুভি থেকে নেয়া।)

বাংলায় সাবটাইটেল লিখে নোটপ্যাড দিয়ে সংরক্ষণ করার পদ্ধতি
  • তৃতীয় ধাপ:(ইংরেজির জন্য)-> লেখা শেষ হয়ে গেলে ফাইলটি সংরক্ষণ করতে File > Save (Ctrl + S) চাপুন। যেখানে সংরক্ষণ করতে চান, সেখানে গিয়ে File Name-এর স্থলে ফাইলের নাম লিখুন এবং .txt-এর বদলে লিখুন .srt । কারণ সাবটাইটেল ফাইলের এক্সটেনশন হলো .srt ।


    মাইক্রোসফ্‌ট ওয়ার্ড দিয়ে বাংলা সাবটাইটেল লিখে সংরক্ষণ করার পদ্ধতি
  • তৃতীয় ধাপ:(বাংলার জন্য)-> লেখা শেষ হয়ে গেলে ফাইলটি সংরক্ষণ করতে File > Save (Ctrl + S) চাপার পর যে উইন্ডো আসবে, সেখানে আগের মতোই ফাইলনেম দিতে হবে এবং এক্সটেনশন হিসেবে .srt লিখতে হবে। শুধু, সংরক্ষণ করার আগে, নিচের তিন নম্বর ড্রপডাউনে ক্লিক করে ANSI’র বদলে Unicode পছন্দ করে দিতে হবে; ব্যস, কাজ শেষ। ইউনিকোড এজন্য পছন্দ করে দিতে হবে, কারণ বাংলা হরফগুলো আমরা ইউনিকোডে লিখেছি, এবং নোটপ্যাড ডিফল্টভাবে ASCII Plain Text লেখার জন্য তৈরি করা হয়েছে। আপনি ইউনিকোড পছন্দ না করে দিলে এতক্ষণ কষ্ট করে লেখা বাংলা লেখাগুলো নোটপ্যাড আসকিতে বদলে নিবে, এবং বাংলা লেখাগুলোর বদলে সেখানে কিছু প্রশ্নবোধক চিহ্ন (?????) বা আয়তাকৃতির বাক্স দেখা যেতে পারে। তখন সব পরিশ্রম বৃথা হয়ে যাবে।
ব্যস, তৈরি হয়ে গেল আপনার ভিডিওটির সাবটাইটেল।


সাবটাইটেল লেখার সফ্‌টওয়্যার:
সাবটাইটেল লেখার বিভিন্ন সফ্‌টওয়্যারগুলোর মধ্যে Subtitle Workshop, Subtitle Edit, AHD Subtitles Maker ইত্যাদি জনপ্রিয়। এছাড়াও আরো বহু সফ্‌টওয়্যার কিনে অথবা বিনামূল্যে ব্যবহার করা যায়।

0 comments:

Post a Comment

 
Toggle Footer